রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

সোনালি সাজে নতুন বার্তা দিলেন অপু

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায়ই নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করে চমকে দেন। এবারও তার ব্যতিক্রম হলো না।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সোনালি সাজে ধরা দিলেন এই নায়িকা, যা প্রকাশ পেতেই তার মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা।

অপু বিশ্বাস তার অফিশিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। মূলত একটি ফটোশুটের অংশ হিসেবেই এই নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, সোনালি নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনায় নিজেকে মেলে ধরেছেন অপু। গলায় নেকলেস, কানে দুল, হাতে চুড়ি ও হীরার মতো অলংকারের সঙ্গে চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে এনেছে ভিন্ন মাত্রা।

তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে ছবির সঙ্গে জুড়ে দেওয়া অপুর রহস্যময় ও আত্মবিশ্বাসী ক্যাপশন। তিনি লিখেছেন, ‘এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

নায়িকার এমন স্টাইলিশ লুক ও ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কমেন্ট বক্সে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।’ নিয়মিত মডেলিং এবং ফটোসেশনের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত ভেঙেচুরে নতুন করে উপস্থাপন করছেন তিনি।

দুই বছর পর নতুন মিশনে গ্ল্যামার জগতের পাশাপাশি পেশাগত জীবনেও সুখবর দিয়েছেন অপু বিশ্বাস। প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমায় ফিরছেন তিনি। রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ‘সিক্রেট’। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে নির্মিতব্য এই ছবিতে অপুর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে। জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com