মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা বাড়ানো হচ্ছে

স্টাফ রিপোর্টারঃদেশের বাজারে সোনার দাম আবারও প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হচ্ছে।সোমবার (১১ এপ্রিল) দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার অলংকার কিনতে খরচ হবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। সোনার নতুন এই দর মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে একজন ক্রেতার লাগবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের প্রতি ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৮২৯ টাকায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com