রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে ভেজাল ওষুধ জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাব-১১ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অননুমোদিত ও ভেজাল ভেষজ ঔষধ উৎপাদনের দায়ে ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। পরে সেফটি হেলথ ইউনানী ল্যাবটি সীলগালা করে দেওয়া হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১১ এর উপ-পরিচালক ও মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল অভিযান চালিয়ে ভেজাল ভেষজ ওষুধ তৈরির ল্যাবের সন্ধান পায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল ভেষজ ওষুধ তৈরির দায়ে মো. মনির হোসেন (২৯), মো. ফজল খান (৬৫), মো. নজরুল ইসলাম (৪৪) এবং মো. ইয়াছিনকে (১৯) চারজনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ’ ফ্যাক্টরিতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

র‌্যাব-১১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না জানিয়েছে অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভেজাল ভেষজ ওষুধ উৎপাদন করে বাজারজাত করে আসছে। এতে করে জনস্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। এ অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে উল্লিখিত ব্যক্তিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদনণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবঃ’ সীলগালা করে দেওয়া হয়।

র‌্যাব-১১ জানিয়েছে, অননুমোদিত ও ভেজাল ভেষজ ওষুধ উৎপাদন এবং বাজারজাত করণের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com