বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সৈয়দপুরে সিলগালা ওয়াগন থেকে উধাও ৩ টন গম

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের একটি ওয়াগন থেকে প্রায় তিন টন গম চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২ মার্চ) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে ওয়াগন খুলে এ চুরির বিষয়টি টের পায়।

মেসার্স সিলভী ট্রেডার্স নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানে খালাসের দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি মিজানুর রহমান জানান, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে ১ হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। ৩০টি মালবাহী ওয়াগনে আনা হয় এসব গম। গমগুলো সৈয়দপর সরকারি খাদ্যগুদামে স্থানান্তর করা হবে। কিন্তু খালাসের উদ্দেশ্যে ওয়াগনের সিল খুলে দেখা যায় বিশেষ কায়দায় ওয়াগনের নিচের প্লেট ফাঁক করে বস্তা কেটে ওই পরিমাণ গম চুরি করা হয়েছে।

ঠিকাদার মো. মোজাফফর রশিদী রেজা জানান, ওই দিন স্টেশনের ইয়ার্ড থেকে গম আনলোড করার সময় ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় তিন টন গম চুরি হয়ে গেছে। এ চুরির ঘটনায় তিনি চরম উদ্বেগে প্রকাশ করেন।

জানতে চাইলে রেলওয়ে স্টেশনমাস্টার শওকত আলী বলেন, স্টেশনের ইয়ার্ড থেকে গম চুরির ঘটনা একটি বিস্ময়কর ব্যাপার। কারণ স্টেশন এলাকাটি নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘেরা। এ ছাড়া ১০০ গজের মধ্যে রয়েছে রেলয়ে (জিআরপি) থানা। তবে গম চুরির ঘটনা হয়তো স্টেশনের বাইরে ঘটতে পারে বলে জানান তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এস এম মোজাফ্ফর রশিদী রেজা মৌখিকভাবে চুরির ঘটনাটি আমাদের অবগত করেছেন। এই রহস্যজনক চুরির ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com