শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে চিরকুট লিখে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ পাঁচ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে মেয়েটির পরিবার ইমনকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলেও সে বিয়ে করতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। বিষপানের আগে সে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে চার পৃষ্ঠার একটি চিরকুট লিখে যায়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবার পলাতক রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com