বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ত:: সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ রানে হারল বাংলাদেশ। এতে বাংলাদেশের পাশাপাশি সেমির স্বপ্নভঙ্গ হলো অস্ট্রেলিয়ারও।

অপরদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির টিকিট নিশ্চিত করল আফগানরা।

চলতি বিশ্বকাপের বাকি তিন সেমি ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সুপার এইটের গ্রুপ-২ থেকে ইংল্যান্ড জায়গা করে নিয়েছিল সেমিফাইনালের মঞ্চে। এরপর গ্রুপ-১ থেকে সেমির টিকিট কাটল দক্ষিণ আফ্রিকা।

গতরাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে ভারতের সেমিফাইনাল। কিন্তু অস্ট্রেলিয়া তাকিয়ে ছিল আজ সকালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। কারণ বাংলাদেশের জয়ই কেবল তাদের নিয়ে যেতে পারত সেমিতে।

তবে সমীকরণ বলছিল যে বাংলাদেশও জায়গা করে নিতে পারে সেমির মঞ্চে। যার জন্য আফগানদের দেওয়া ১১৬ রানের লক্ষ্য শান্তদের টপকাতে হতো ১২.১ ওভারে। যা করতে ব্যর্থ হয় টাইগাররা। এমনকি ম্যাচটাই হেরে বসে তারা, যার সুবাদে সেমিফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নেয় আফগানিস্তান।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালঃ

সেমিফাইনাল ১ > ভারত – ইংল্যান্ড ; ২৭ জুন ভোর ৬.৩০টা, ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ।

সেমিফাইনাল ২ > দক্ষিণ আফ্রিকা – আফগানিস্তান ; ২৭ জুন রাত ৮.৩০টা, প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com