মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল মাত্র একটি ড্র করেছে। এবার অবশ্য নিউজিল্যান্ডে জিতেছে এক ম্যাচ। কিন্তু অবস্থানের পরিবর্তন হয়নি। বাংলাদেশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন ৮ নম্বরে। ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্ট হেরেছে মুমিনুল হকের দল।

সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুপুর ২ টায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ডোমিঙ্গো সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে কখনোই খেলেননি। তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের শতভাগ ধারণা দিবেন কি করে কোচিংয়ে বিশাল দক্ষতা থাকা ডোমিঙ্গো? তার চেয়ে এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাংলাদেশ দলের পেস বোলিং কোচ এ্যালান ডোনাল্ডই হতে পারেন মুমিনুল, তামিম, মুশফিকদের আসল ভরসা! ডোনাল্ড যে ৭ ম্যাচ এই স্টেডিয়ামে খেলেই সবচেয়ে বেশি ৪০ উইকেট শিকার করে ফেলেছেন। এরমধ্যে মাত্র ১টি ম্যাচ হার হয়েছে।

ডোনাল্ডই হতে পারেন মুমিনুল, তামিম, মুশফিকদের আসল ভরসা!সিøপে ক্যাচ ধরার অনুশীলনও ভালোভাবে চলছে

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর জন্মস্থান পোর্ট এলিজাবেথ। যে শহরের সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুপুর ২ টায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। যেহেতু পোর্ট এলিজাবেথেই বড় হওয়া, তাহলে তো স্টেডিয়ামে কেমন করে খেলতে হবে, তা নিয়ে মাঠের বাইরে বাংলাদেশের আসল ভরসা হওয়ার কথা ডোমিঙ্গোই। কিন্তু কখনোই জাতীয় দল দুরে থাক, বড় কোন দলে না খেলা ডোমিঙ্গো সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে কখনোই খেলেননি। তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের শতভাগ ধারণা দিবেন কি করে কোচিংয়ে বিশাল দক্ষতা থাকা ডোমিঙ্গো?

তার চেয়ে এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডই হতে পারেন মুমিনুল, তামিম, মুশফিকদের আসল ভরসা! ডোনাল্ড যে ৭ ম্যাচ এই স্টেডিয়ামে খেলেই সবচেয়ে বেশি ৪০ উইকেট শিকার করে ফেলেছেন। এরমধ্যে মাত্র ১টি ম্যাচ হার হয়েছে।

ডোনাল্ড যে ১৩৩ বছরের পুরনো এ স্টেডিয়াম নিয়ে খুব ভালো ধারণা রাখেন এবং ক্রিকেটারদের সেই ধারণা দিয়েছেন, তা ডোনাল্ডের কথাতেই পরিস্কার। প্রথমবার বাংলাদেশ এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে খেলবে। ডোনাল্ড সব বুঝিয়েও দিয়েছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী মাঠগুলোর একটি এটি। আমি এখানে অনেক খেলেছি। এটা এমন উইকেট আপনি বোলার বা ব্যাটার হিসেবে ম্যাচ থেকে ছিটকেও যাবেন না, ম্যাচের নিয়ন্ত্রণও পাবেন না। বোলার হিসেবে আপনাকে সৃজনশীল হতে হবে। সময় গড়াতেই উইকেট ফ্লাট হতে শুরু করবে। সেজন্য হাতে নতুন কিছু রাখতে হবে।’

বাতাসই আসল প্রতিপক্ষ মনে হয়েছে ডোমিঙ্গোর কথায়, ‘পোর্ট এলিজাবেথের বাতাসের সঙ্গে লড়তে হবে। সাড়ে ১২টা থেকে দুটোর দিকে বাতাস শুরু হবে। বিকেলের দিকে ৪০-৪৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। মনে হবে যে, বাতাস সুড়ঙ্গ ধরে আসছে এবং ঘুরছে। বোলারদের একবার মনে হবে বাতাস পক্ষে, একবার মনে হবে বিপক্ষে। আমাদের ফিল্ডিং নিয়ে অনেক কথা বলতে হবে, কাজ করতে হবে। উঁচুর ক্যাচ ধরতে দ্রুত পজিশনে যেতে হবে। উঁচুর ক্যাচ ধরা এখানে দক্ষতার ব্যাপার। আমাদের অনেক পাক খেয়ে আসা ক্যাচ ধরতে হতে পারে।’
বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

ডোনাল্ডের কথাতেই পরিস্কার, স্টেডিয়ামটিতে শুরুতে বোলাররা সহযোগিতা পেলেও সময় যত গড়ায় ততই পরিস্থিতি ব্যাটসম্যানদের দিকে মোড় নেয়। ডোনাল্ড শুরুতেই উইকেট নিয়ে ফেলতেন। প্রতিপক্ষের বারোটা বাজিয়ে ফেলতেন। ডোনাল্ড আরও বলেছেন, ‘এটা এমন উইকেট আপনি বোলার বা ব্যাটার হিসেবে ম্যাচ থেকে ছিটকেও যাবেন না, ম্যাচের নিয়ন্ত্রণও পাবেন না।’ এই স্টেডিয়ামে ৩০ রানে অলআউট হওয়ার লজ্জ্বাও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আবার ১৩টি জয়ও পেয়েছে।

এই স্টেডিয়ামে শুরুতে জুটি অনেক বড় করা কঠিন। তবে উইকেটে ধীরে ধীরে থিতু হয়ে গেলে রান করা এবং বড় জুটি গড়া সম্ভব। পঞ্চম উইকেটে সবশেষ ২০২০ সালে ইংল্যাল্ডের স্টোকস ও পোপ মিলে ২০৩ রানের জুটি গড়েন। যা স্টেডিয়ামে সবচেয়ে বড় জুটি। তাতেই বোঝা যাচ্ছে থিতু হলে বড় জুটিও গড়া সম্ভব।

স্পিনারদের মধ্যে কেশভ মহারাজ সবচেয়ে বেশি ১৭ উইকেট পেয়েছেন। তাতে বোঝা যাচ্ছে, স্পিনও কাজে আসে। শুধু পেসাররাই নিজেদের মেলে ধরেন, তা নয়। তবে পেসাররাই শুরুটা প্রতিপক্ষের বারোটা বাজিয়ে দেন। যদি এরমধ্যে ব্যাটসম্যানরা টিকে থাকতে পারেন, তাহলে ভালো কিছু মিলে। তবে আগে কিংবা পরে ব্যাট করা দল সমান ১৩টি করে ম্যাচ জিতেছে। এটি নিয়ে আছে ভাবনা, তাহলে আগে ব্যাটিং না পরে ব্যাটিং করা ভালো!

আগে ব্যাটিং করে যেমন ৫৪৯ রান করা গেছে। তেমনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ৪৩৫ রানও করা গেছে। ম্যাচের তৃতীয় ইনিংসেও ৪৭৩ রান করার চিত্রও আছে। তাই একটু দ্বিধা হতেই পারে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া যেন কঠিনই।

এই স্টেডিয়ামে সেঞ্চুরি করা কঠিনই। এরমধ্যে যারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন, তাদের মধ্যে অধিনায়ক ডিন এলগার ২টি সেঞ্চুরি হাকিয়েছেন। ৮ ম্যাচ খেলেই ২ সেঞ্চুরি করেছেন। ৫৭১ রানও করে ফেলেছেন। এলগারকে নিয়ে ভাবনা আছে। তবে ৬২টি টেস্ট হয়েছে এ স্টেডিয়ামে। ডাবল সেঞ্চুরি একটিও নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com