বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।স্থানীয় বাসিন্দা সাজিদুর রহমান সাজু  বলেন, এই নিয়ে মন্ত্রী মহোদয়ের বাড়ির সামনে চার বার ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে গুলিবর্ষণ করা হয়েছে। অথচ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির সামনে কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। বিশেষজ্ঞ ছাড়া ককটেল নাকি পটকা বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাড়িতে থাকা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাৎ হোসেন বলেন, রাত ১০টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com