শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুনাকের খাদ্য সামগ্রী, টিউবয়েল ও ছাগল বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে সুবিধা বঞ্চিত ৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, টিউবয়েল ও ছাগল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সৌজন্যে পুনাক সভানেত্রী জীশান মীর্জা এ খাদ্য সামগ্রী ও ছাগল বিতরণ করেন।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাটের সভাপতি উম্মে কুলসুম লাকী-এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)র সমাজকল্যাণ সম্পাদীকা তৌহিদা ইসলাম নূপুর, কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মিহির আফরোজ, পুনাক সভানেত্রী জীশান মীর্জা প্রমুখ।

এ সময় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম, ওসি (তদন্ত) মোজাম্মেল হক, আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসূল, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ উমর ফারুক, লালমনিরহাট সদর ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পুনাক’র সভানেত্রী জীশান মীর্জা ১৫ জন সুবিধা বঞ্চিতদের মাঝে টিউবয়েল বিতরণ করেন। এছাড়া ৩৫ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি সরিষার তেল, ১০০ গ্রাম শুকনা মরিচ, ২পিস শাড়ি, ২পিস লুঙ্গী, ১টি টর্চ লাইট, ৬ প্যাকেট মৌসুমী সবজি বীজসহ প্রত্যেক পরিবারকে ৩৫টি ছাগল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com