মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

সুবর্ণ জয়ন্তী তীর ১৩তম জাতীয় আরচারি টঙ্গীতে শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২৭ মার্চ রবিবার সকাল ৯টায় টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে “সুবর্ণ জয়ন্তী তীর ১৩তম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপস ২০২২”। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় এ চ্যাম্পিয়নশিপসে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, বিকেএসপিত ও ক্লাবসহ মোট ৪৫টি দলের ১৯৬ জন আরচ্যার (১১৮ জন পুরুষ ও ৭৮জন মহিলা) রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

চ্যাম্পিয়নশিপসে দলীয় কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ৫৯ জন। রিকার্ভ পুরুষ ও মহিলা এবং কম্পাউন্ড পুরুষ ও মহিলা কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শেষে আজ রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ১/২৪ ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

দুপুর ২ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এম.পি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ (দিন) ব্যাপী এ চ্যাম্পিয়নশিপসের শুভ উদ্ধোধন ষোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের র্নিবাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), ফেডারেশন ও সিটি গ্রুপের কর্মকর্তা এবং দলীয় কর্মকর্তাবৃন্দ।

সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ‘২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এ বাংলাদেশ আরচারি দল ৩টি স্বর্ণপদক ও ১টি ব্রোঞ্জপদক জয় করায় ফেডারেশনের পক্ষ থেকে আরচারদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দেশের ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের জন্য মালদ্বীপ সরকার কর্তৃক সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা ‘মালদ্বীপ স্পোর্টস এ্যাওয়ার্ড ২০২২’ প্রাপ্তিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আরচারি ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
দেশের ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের জন্য মালদ্বীপ সরকার কর্তৃক সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা ‘মালদ্বীপ স্পোর্টস এ্যাওয়ার্ড ২০২২’ প্রাপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো: জাহিদ আহসান রাসেল, এম.পি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বরূপ বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

রিকার্ভ পুরুষ ও মহিলা এবং কম্পাউন্ড পুরুষ ও মহিলা কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শেষে রবিবার রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ১/২৪ ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম দিনেই আলো ছড়িয়েছেন তারকা আরচার রোমান সানা। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.)।
আগামীকাল সকাল ৮টায় চ্যাম্পিয়নশিপসের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com