বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট থেকে:: সুনামগঞ্জের মধ্যনগরের মহিষখলা সীমান্ত থেকে ভারতীয় গবাদিপশুর (গরু) চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের মাটিরাবন বিওপির বিজিবি টহল দল মহিষখলা সীমান্তের কড়াইবাড়ি এলাকা থেকে ওই গবাদিপশুর চালান জব্দ করে।
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫টি গবাদিপশু (গরু) জব্দ করে বিজিবি টহলদল। একই ব্যাটালিয়নের পার্শ্ববর্তী বাঙ্গালভিটা বিওপির বিজিবি টহল আরো এক পৃথক অভিযানে ৪টি গবাদিপশু(গরু) জব্দ করে। একই দিন ভোররাতে ব্যাটালিয়নের জেলার দোয়ারাবাজারে পেকপাড়া বিওপির বিজিবি টহল দল ১২টি গবাদিপশু(গরু) মোকামছড়া সীমান্ত এলাকা থেকে জব্দ করে বিজিবি টহলদল। জব্দকৃত গবাদিপশুর (গরু) মূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।