মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে বাস খাদে পড়ে ২১ জন নিখোঁজ হয়েছেন। জেলার সদর উপজেলার জানিগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
বাসে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন। এখন পর্যন্ত ২১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।