রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা এই কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূর-পাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সহকারীরা গাড়ি ধুয়ে মুছে রাখছেন। অনেক চালক কাউন্টারের সামনেই গাড়ি রেখে ভেতরেই ঘুমিয়ে আছেন। তবে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বাস টার্মিনালে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকে দেখা যায়নি।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমার কাছে শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানিয়েছিল। আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম। তিনি আরও বলেন, যেহেতু আমার এলাকায় চাঁদাবাজির ঘটনাটি ঘটছে না তাই আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com