বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবকের আত্নহত্যা!

সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবকের আত্নহত্যা!

নিজস্ব প্রতিনিধি, সিলেট থেকে:: মামলার ভয়ে মিস্টার নূর (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। প্রেমিকার পৈতৃক বাড়ির সামনে থাকা বরই গাছের ঢালে গত মঙ্গলবার সকালে কোন এক সময় গলায় রশি দিয়ে ঝুলে ওই প্রেমিক যুবক আত্নহত্যা করেন।

নিহত মিস্টার নূর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

বুধবার মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, আত্নহননকারি যুবকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে।

কাদিরপুর গ্রামবাসী ও নিহত যুবককের পারিবারিক সুত্র জানায়, উপজেলার কাদিরপুর গ্রামের যুবক মিস্টার নুরের সাথে প্রতিবেশী পরিবারের এক যুবতী রাজধানী ঢাকায় কর্মরত থাকা অবস্থায় কয়েকমাস ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যুবক মিস্টার নূর প্রেমিকার সাথে যৌথভাবে একাধিক টিকটক ভিডিও তৈরী করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটিক ভিডিওগুলো ভাইরাল হলে প্রেমিকার অবিভাবকের স্বজনদের নজরে আসে। এ ঘটনায় গেল কয়েকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিন্ন করতে ও টিকটক ভিডিওগুলো মুছে ফেলতে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে অপমান ও থানায় মামলা করে জেল হাজতবাস করার মত নানামুখী হূমকি দেয়া হয় মিষ্টার নূরকে।

বিষয়টি মিমাংসার জন্য সোমবার রাতে ওই গ্রামে উভয় পরিবারের লোকজন সালিসীদের নিয়ে বসার পরও প্রেমিকার পরিবার প্রভাব দেখাতে মামলা করবেন বলে সালিস বৈঠক থেকে ফিরে যান। সুবিধাবঞ্চিত পরিবারের যুবক গ্রামের প্রতিবেশী প্রেমিকার প্রভাবশালী অবিভাবক, স্বজনদের এক তরফা অপমান মামলার ভয় ভীতি দেখানোর ফলে প্রতিবাদ জানাতে গিয়ে প্রেমিকার পৈতৃক বাড়ির সামনে থাকা বরই গাছের ঢালে গলায় রশি ঝুলিয়ে আত্নহত্যা করতে বাধ্য হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com