বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
বিনোদন নিউজ : বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তির নাম অভিনেত্রী সুজাতা আজিম । নিজের অভিনয় দিয়ে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের । কাজ করেছেন কালজয়ী বেশকিছু সিনেমায় । অভিনয় কমিয়ে দিলেও দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে । এবার নায়ক ফেরদৌসের আমন্ত্রণে ঘুরে এলেন তার রাজনৈতিক কার্যালয়ে। অভিনেত্রীকে পেয়ে উচ্ছ্বসিতও এই সংসদ সদস্য । ফেরদৌসের অফিসে গিয়ে গল্প-আড্ডায় মেতে ওঠেন এই অভিনেত্রী। সুজাতা আজিম বলেন, ‘ফেরদৌস আমার অত্যন্ত স্নেহভাজন। ও শিক্ষিত, মার্জিত, বিনয়ি একজন মানুষ । জনগণের ভালোবাসায় আজ ফেরদৌস জনগণেরই প্রতিনিধিত্ব করছে । এটি আনন্দের, জনগণের ভালোবাসায় ও সামনে এগিয়ে যাবে, আমার বিশ্বাস । শুধু রাজনীতি নিয়েই যে তার ভাবনা, তা কিন্তু নয়। সিনেমা নিয়েও রয়েছে তার ব্যাপক পরিকল্পনা । আমি যতটুকু সময় তার রাজনৈতিক কার্যালয়ে ছিলাম, আমাকে অসম্ভব ভালোবাসা ও সম্মান জানিয়েছে । আমি তার আগামী দিনের সফলতা কামনা করছি । কিংবদন্তির আগমনে উচ্ছ্বসিত নায়ক ফেরদৌস বলেন, ‘সুজাতা আপা আমার অফিসে পা রেখেছেন । এটি আমার জন্য খুব আনন্দের । তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব। তাদের দেখানো পথেই আমরা এখন হাঁটছি । আমাকে তিনি ভীষণ স্নেহ করেন । তার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা । ষাটের দশকে সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা । তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা । চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন । তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান ।