রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

সীতাকুন্ডের দুর্ঘটনায় ফুটবলারদের-প্রার্থনা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ চট্টগ্রাম সীতাকুন্ডে হতাহতদের জন্য দোয়া করছেন বাংলাদেশের ফুটবলাররা মালয়েশিয়ায় অনুশীলন শুরুর আগে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে।

গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া, বাহারাইন ও তুর্কমেনিস্তান জাতীয় ফুটবল দল। প্রতিযোগিতায় অংশ নিতে উল্লেখিত সবাই মালয়েশিয়ায় অনুশীলনে রয়েছে। রবিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল সকালে হোটেলে টিম মিটিং, জিম ও সুইমিং সেশনে অংশগ্রহণ করে।

এ ছাড়া ফুটবল দল প্রথম দিনের মতো সব বিভাগে অনুশীলন করেছে বিকেলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জামাল ভুইয়ারা। পিকেএনএস স্পোর্টস গ্রাউন্ডে হয় এই অনুশীলন পর্ব। দলের খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তাদের মধ্যে কোন ধরনের ইনজুরি নেই বলে জানা গেছে। প্রশিক্ষণ শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়র ও কর্মকর্তরা চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আজ দলের অফিশিয়াল অনুশীলন অনুষ্ঠিত হবে বিকেলে ম্যাচ ভেন্যু ন্যাশনাল স্টেডিয়াম বুকেট জলিলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com