মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

সীতাকুণ্ডে পিকআপকে ট্রেনের ধাক্কা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এয়াকুব নগর এলাকায় এক পিকআপকে সোনারবাংলা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ধাক্কা দিয়েছে। এতে পিকআপটি ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্নেহাশীষ দাশগুপ্ত জানান, ট্রেন আসার মুহূর্তে একটি পিকআপ রেললাইনে ওঠে আসায় ট্রেনের সঙ্গে পিকআপের ধাক্কা লাগে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে রেলওয়ের পক্ষ থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনারবাংলা ট্রেনটি নিরাপদে চট্টগ্রামে স্টেশনে পৌঁছেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com