বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

সিলেটে হারিছ চৌধুরীর জানাজা ২৯ ডিসেম্বর

সিলেটে হারিছ চৌধুরীর জানাজা ২৯ ডিসেম্বর

সিলেট প্রতিনিধি:: আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) সিলেটে নিয়ে আসা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মরদেহ। পরে সিলেটে শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্ন করা হবে। তারপর সিলেটের কানাইঘাট উপজেলায় বাবার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙ্গিনায় হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিলেটে নিয়ে যাওয়া হবে। পরে রোবার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।”

তিনি আরো বলেন, “সব ঠিক থাকলে সেদিনই বাদ আছর কানাইঘাট উপজেলায় বাবার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙ্গিনার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।”

উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা যান। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার লাশ সিলেটে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com