বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ওই কূপে তিনটি গ্যাস স্তরের পাশাপাশি তেলের অবস্থান নিশ্চিত হয়েছি আমরা। সেখানে দিনে ৫শ থেকে ৬শ ব্যারেল তেল পাওয়ার সম্ভবনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।