বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এটা এ বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। তবে এ সময়ের মধ্যে আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। সুস্থ হয়েছেন ৭১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

মৃত ২২ জনের মধ্যে সিলেট জেলায় ১৯, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এর আগে সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়। এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৮৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭৭, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজারে ৬৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৫৭ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩১৯, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন। মোট ১ হাজার ৯১৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৫৭ জনের ফলাফল পজিটিভ আসে। এতে সংক্রমণের হার হচ্ছে ২৯ দশমিক ০৬ ভাগ। যা আগের দিন ছিল ২৮ দশমিক ৭২ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ হাজার ১১ জন।

অপরদিকে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠেন ৩৪ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ জন। যা আগের দিন ছিল ১৩৬ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৯ জন।

গত একদিনে সিলেট বিভাগে র‌্যাসপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ১৩৯ জন। এ সময়ে আরও ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৪ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com