রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

সিলেটে আ.লীগ থেকে আরও ৪ ‘বিদ্রোহী’কে বহিষ্কার

সিলেট প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন- বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নম্বর খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও ৮ নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান লস্কর।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন। বহিষ্কারাদেশের একটি কপি সোমবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো হয়।

তারা জানান, বহিষ্কৃতদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ১৬ ডিসেম্বর আরও দুজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়। তারা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় লক্ষ্মীপাশা ইউনিয়নের নৌকার বিদ্রোহী প্রার্থী মাতাব উদ্দিন জেবুল। আরেকজন হলেন- উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকার বিদ্রোহী প্রার্থী এম কবির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com