রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

সিলেটে আ.লীগের আরও ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেট প্রতিনিধিঃ সিলেটে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় আরও ৪ প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত দুই দিনে বিদ্রোহী ১০ প্রার্থীকে বহিষ্কার করল সিলেট জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন : গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য ও ৪ নং লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া রাসেল, গোয়াইঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ৬ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান চৌধুরী, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম, গোয়াইঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী এম নিজাম উদ্দিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন ওই চারজন। এরই পরিপ্রেক্ষিতে তাদের দল থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর একই অভিযোগে দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলার ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে সিলেট জেলা আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com