বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি::

কুলাউড়ায় ট্রেনের কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচলা বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর চ্যানেল২৪

এর আগে শুক্রবার দুপুর ১২টা মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের পয়েন্ট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঘণ্টার পর ফের ট্রেন চলাচল শুরু হয়।

গত ২৩ জুন কুলাউড়ার বরমচলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি একটি সেতুর ওপর দুর্ঘটনায় পড়ে। এতে চারজন নিহত হন। আহত হন আরো ৬৪ জন। ঘটনার পরদিন পূর্বঞ্চাল রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে। এ ঘটনায় ২৬ দিনের মাথায় কুলাউড়ায় আবারও যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com