শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

সিলেটের আইকন ক্রিকেটার মাশরাফি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: আগামী বছরের জানুয়ারির মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। টুর্নামেন্টের আগে দল গোছাতে এখন বেশ ব্যস্ত সময় পার করছে মালিকানা দলগুলো।

সেই ধারাবাহিকতায় বুধবার সিলেট সিক্সারস তাদের লোগো উন্মোচন করেছে। শুধু তাই নয়, একইসঙ্গে আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

রাজধানীর অভিজাত এক হোটেলে আনুষ্ঠানিকভাবে সিলেট তাদের কোচিং স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে। দলটির আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এছাড়া সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। পেস বোলিং কোচের দায়িত্ব গেছে সাবেক টাইগার ক্রিকেটার সৈয়দ রাসেলের কাঁধে। ফিল্ডিং কোচের দায়িত্বেও রয়েছেন আরেক সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মুরাদ খান। দলটির ম্যানেজার দায়িত্ব সামলাবেন নাফিস ইকবাল।

অনুষ্ঠানে বিদেশী ক্রিকেটার সম্পর্কে মুখ খুলেছে সিলেট দল। পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া চায়ের দেশের দলে তারা যোগ করেছে লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com