শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:: সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও টসে জিতলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে জেতা হয়নি বাংলাদেশের। আজও পারেননি শান্ত। তবে খেলা যখন ক্রিকেট, তখন ভাগ্যের সাথে আপস করেই খেলতে হবে টাইগারদের।

অলিখিত ফাইনালে দুই দলের একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। দুই পেসার নিয়ে খেলতে নামছে লঙ্কানরা। তবে তিন পেসারের সমন্বয় ভাঙেনি বাংলাদেশ। তানজিম সাকিবের পরিবর্তে মোস্তাফিজুর রহমান এসেছেন একাদশে।

লিটন দাস না থাকায় ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথী হয়েছে এনামুল হক বিজয়। আর আগের দুই ম্যাচে ৯৭ রান খরচ করা তাইজুল ইসলাম আজ বাদ পড়েছেন, খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা চলছে। তাতে শেষ ম্যাচটিতে যে দলই জয় পাবে, তাদের দখলেই যাবে সিরিজ।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com