বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল হাই ও সদস্য সচিব কামরুজ্জামান রতন এর সাক্ষরিত পত্রে নতুন এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ মোঃ আব্দুল্লাহকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
এবিষয়ে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আগামীতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নির্দেশ আনুযায়ী শ্রীনগর ও সিরাজদিখান তথা মুন্সীগঞ্জ-১ আসনের অবহেলিত সকল তৃনমুল নেতাকর্মীদের সাথে নিয়ে একসাথে কাধে কাধ মিলিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।