বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:: জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই প্রথম ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ আসনে ভোটগ্রহণ চলছে।

এ উপনির্বাচনে তিন প্রার্থী হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা, জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হুমায়ুন কবীর মোটরগাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে শাহজাদপুর উপজেলায় ভোটার সংখ্যা চার লাখ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ৪৩৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬০টি, এর মধ্যে ৫৭ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন তুরস্ক চিকিৎসাধীন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com