বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে লাইভ সাপোর্টে রয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) সকালে এমপি মিলনের বড় মেয়ে হোসনে আরা লাভলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হোসনে আরা লাভলী জানান, বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার ( ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে আইসিইউতে লাইভ সাপোর্টে নিবিড় পরিচর্যায় রয়েছেন।
তার আশু রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।