শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জ র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া শিকার উত্তরপাড়া রাজশাহী টু ঢাকা হাইওয়ে রোডের দক্ষিণ পাশে শ্যামলী চেকপোষ্টের পিছনে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে জেলার শাহাজাদপুর থানার বলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মন্ডল এর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫) কে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইলসেট ও ০১ টি সিমকার্ডসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।