বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বৃক্ষপ্রেমী ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের যৌথ আয়োজনে শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুক্তির সোপান ও কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইফতেখার উদ্দিন শামীম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান, আরডিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ, এনডিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী, বৃক্ষপ্রেমী ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।