শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
বুধবার বিকাল ৫ টা ১০ ঘটিকার সময় র্যাব-১২,সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৬২ মজিব সড়কে মোঃ সোহেল রানার জান্নাহ কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জেলার সদর থানার পাঁচঠাকুরি গ্রামের মোঃ মোকাদ্দেছ আলীর ছেলে মোঃ আবু হানিফ (২৩) কে ২৪০ পিচ ইয়াবা, ০১ টি মোবাইল, ০১ টি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৮ শত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে।