বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বুধবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় র্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন কাওয়াক কবরস্থান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শফিকুল ইসলাম(৪৪) ও মজনু (৩৭) নামে দুইজনকে আটক করেছে র্যাব-১২।
এসময় তাদের দেহ তল্লাশী করে ১০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল সেট এবং নগদ ৯৬২৫/-(নয় হাজার ছয়শত পঁচিশ) টাকা উদ্ধার করা হয়।
এব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।