শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জে হিরোইনসহ মোঃ কায়সার আহমেদ লিটন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
শনিবার (২০ জুলাই) রাতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বাজার ভদ্রঘাট গ্রামের মোঃ কায়সার আহমেদ লিটন (৩৭) পিতা- মৃত ছাবেদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ১৩ গ্রাম হিরোইন, সদৃশ পাউডার, ০১ টি মোবাইল ও ০১টি সিমকার্ড সহ হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।