বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কোচিং সেন্টারে সহপাঠীদের নির্যাতনে কিশোর হাসান আলীর (১৪) চোখের আলো নিভে যাচ্ছে। গত ২০ সেপ্টেম্বর মোবাইল চুরির মিথ্যে সন্দেহে উপজেলা মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা বাজার এলাকার মহররম কোচিং সেন্টারে এই নির্যাতনের ঘটনা ঘটেছে।
জানা যায়, কোচিংয়ে এক ছাত্রের মোবাইল হারিয়ে গেলে কোচিং সেন্টারের পরিচালক মহররম আলী ও শিক্ষক আলামিন মোবাইল চুরি করার সন্দেহে কোচিং এর অষ্টম শ্রেনীর ছাত্র একই গ্রামের রবিউল ইসলামের পুত্র হাসান আলীকে ডেকে মোবাইল দিতে চাপ সৃষ্টি করে। এ সময় শিক্ষকদের উপস্থিতিতে কোচিং এর ছাত্র সহপাঠীরা হাসানকে নির্যাতন করতে থাকে এবং নির্যাতনের এক পর্যায়ে একটি আঘাত চোখে লাগলে কিশোর হাসান চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পরে। (হাসান) প্রথমে তাড়াশ চক্ষু হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে আঘাতটি গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পরার্মশ দেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী হাসানকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনন্সিটিউট ভর্তি ও অপারেশন করা হয়।
হাসানের মা আতিয়া বেগম জানান, অপারেশনের ৭দিন পরে আমার ছেলের চোখের দৃষ্টি পায়নি। ডাক্তাররা জানিয়েছেন হাসানের চোখের কর্নিয়া আঘাত লাগায় দৃষ্টি ফিরে আসবে কিনা বলা সম্ভব নয়।
এ বিষয়ে কোচিং এর পরিচালক ও শিক্ষক মোহাররম আলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।