শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
গতকাল সোমবা (১৯ আগষ্ট) রাত ৯টা ৩০ মিনিটে র্যাব-১২ সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাগুড়া বিনোদ গ্রামের বড় ব্রীজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের দেহ তল্লাশী করে ২৪০ পিচ ইয়াবা, ০২ টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ ছয় হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী (১) মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত আঃ কাদের প্রামানিক (২) মোঃ শহিদুল ইসলাম (৩৫) পিতা- মোঃ কচিমুদ্দিন সরদার, উভয় সাং-নাদো সৈয়দপুর ৭ নং ওয়ার্ড, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।