শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ মোঃ হাবিল মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২,এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) র্যাব-১২, এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ খলিলুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তাড়াশ থানাধীন খোশালপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় উক্ত গ্রামের আজেল আলীর ছেলে মোঃ হাবিল মোল্লা (৫২) কে দুই কেজি গাঁজা একটি মোবাইলসেট সহ হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেন।