শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জ র্যাব-১২ কর্তৃক “অনিয়ম ও ভেজাল বিরোধী একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে ০৮ জনকে ৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে। র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ৩০ ও ২৯ জুলাই র্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান এবং র্যাব-১২, সিরাজগঞ্জের এ্যাডজুটেন্ট ও অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান র্যাব সদর দপ্তর, ঢাকা এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মুজিব সড়কের আভিসিনা হাসপাতালকে অস্বাস্থ্যকর ও অপরিস্কারের জন্য ১জনকে ৫০ হাজার টাকা, ২ নং খলিফা পট্টি এলাকায়, ভাই ভাই মেডিকেল হল নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১জনকে ১ লক্ষ টাকা, মেসার্স আল মদিনা মেডিকেল ষ্টোর নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১জনকে ১ লক্ষ টাকা, জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় আমিনা মেডিসিন কর্ণার নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ০১ জনকে ৫০ হাজার টাকা, ফুড ভিলেজ প্লাস রেস্তোরায় উন্মুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অপরাধে ০৩ জনকে ৩ লক্ষ টাকা, ফুড গার্ডেন হাইওয়ে রেস্তোরায় খাদ্যদ্রব্য প্রস্তুতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপকরণ ব্যবহারের অপরাধে ০১ জনকে ৩ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করে।
উল্লেখ্য যে, গত ২৯ এবং ৩০শে জুলাই সিরাজগঞ্জের সদর এবং সলঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৮ জনকে সর্বমোট ৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। র্যাবের এই ধরণের অনিয়ম ও ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম আপনাদের সহযোগিতায় বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। র্যাবের প্রতিটি সদস্য “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সবসময়ই দেশ
মাতৃকার সেবায় অঙ্গিকারাবদ্ধ।