শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রয়হাটি সুন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট থেকে বিদুৎ বিলের নামে অবৈধ ভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
গত ০২/০৫/১৯ ইং তারিখে ছাত্র-ছাত্রীদের অভিভাবক(১) মোঃ মোক্তার হোসেন, পিতা, মৃত, মোবারক (২) মোঃ ইউসুফ আলী, পিতা, মৃত, আছাব আলী (৩) শরিফুল, পিতা, মোঃ এনছাব আলী (৪) ছাকেরা, স্বামী মোঃ জামান উদ্দিন (৫) পান্জু, পিতা, মৃত, ছবের আলী (৬) মোঃ নুরনবি, পিতা, মৃত আঃ করিম সর্ব সাং রয়হাটি দিয়ার পাড়া নামীকগন বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা জায়, দীর্ঘদিন যাবৎ রয়হাটি সুন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলমগীর হোসেন ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম যৌথভাবে নানা অপকর্মকান্ডে লিপ্ত রয়েছে, প্রতি মাসে বিদুৎ বিল পরিশোধের নামে উক্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিকট থেকে চাপ সৃষ্টি করে (১০)দশ টাকা হারে চাঁদা আদায় করেন।ছাত্র/ছাত্রীদের কেউ এই টাকা না দিলে বা দিতে ব্যার্থ হলে মাদ্রাসার সুপার মোঃ আলমগীর হোসেন ছাত্র ছাত্রীদের অকথ্য ভাষায় গালি গালাজ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ২০ জন ছাত্র-ছাত্রী এ অভিযোগের ব্যাপারে এ প্রতিবেদককে বলেন মাদ্রাসার সুপার মোঃ আলমগীর হোসেন আমাদের সকল ছাত্র ছাত্রীদের নিকট হইতে বিদুৎ বিল পরিশোধের জন্য প্রতি মাসে (১০) দশ টাকা হারে চাঁদা আদায় করেন, চাঁদা দিতে না চাইলে আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ সহ নানা প্রকার হুমকি ধামকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে-উক্ত মাদ্রাসার সুপার মোঃ আলমগীর হোসেন টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আমি সভাপতির নির্দেশেই ছাত্র/ছাত্রীদের নিকট হতে বিদুৎ বিলের জন্যে(১০)দশ টাকা না,(০৫)পাঁচ টাকা করে নিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সাথে মুঠোফোন গনমাধ্যামকর্মী পরিচয়ে জানতে চাইলে তিনি বলেন-বিদুৎ বিলের নামে টাকা তোলার ব্যাপারটি আমি জানি না।
মুঠোফোনে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে-রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামিমুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি,এবং রয়হাটি সুন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ সংশ্লিষ্টদের কারণ দর্শানো নোটিশ করেছি, অভিযোগ প্রমানিত হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।।