সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের বিশেষ অভিজানে ৩২ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী নেতৃত্বে আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৩০, হানিফ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশী করিয়া ধৃত আসামী সালেক (৩৪), পিতা- মৃত লাল হোসেন, সাং- বালিয়া (মাদ্রাসার পূর্ব পার্শ্বে), থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ এর হেফাজত হইতে ৩২ (বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান।