শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন রেজুলেশন ছাড়ায় বিদ্যালয়ের পুরাতন ঘর,গাছ,ও মাটিসহ বিভিন্ন মালামাল বিক্রি করে প্রায় ২ লক্ষ্য ৫০ হাজার টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে।
অলিদহ গ্রামের মৃত আয়নুল হক প্রামানিক এর ছেলে সাবেক মেম্বার আরিফুল ইসলাম জিন্না-বাদী হয়ে এ অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে সরেজমিনে গিয়ে জানা যায়, বর্তমান পুরাতন ভবনটি ফাটল ধরায় পাঠদানে ঝুঁকিপুর্ণ সম্ভাবনা রয়েছে বলে সরকার কর্তৃক ১ টি নতুন ভবন নির্মাণ প্রকল্প বরাদ্দ দেয়। অত্র বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন, পিতাঃ মৃত-মিজানুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কবির এবং সহযোগি সাইফুল ইসলাম (তোতা), পিতাঃ সেরাজুল ইসলাম, উভয়ের বাড়ি রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামে এদের যোগসাজজে উক্ত বিদ্যালয়ের পুরাতন ভবনের বিভিন্ন প্রকারের মালামাল বিদ্যালয়ের মাটি, ১টি পুরাতন বটগাছ, ৫টি তালগাছ সহ ২,৫০,০০০ হাজার টাকা বিক্রির করেন।
২ লক্ষ্য ৫০ হাজার টাকা আত্নসাতের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের কাছে মুঠফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি কিছুই জানি না, এ সকল কাজ সভাপতি করেছেন, আপনাদের কিছু জানার থাকলে তার কাছে জানেন। রেজুলেশন ছারা বিদ্যালয়ের পুরাতন ঘর, গাছ ও মাটি বিক্রির অভিযোগের বিষয়ে মুঠোফোনে বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ঠিকাদারের চাপা চাপিতে ২০/২২ গাড়ি মাটি বিক্রি করেছি।আমি অসুস্থ হাসপাতালে চেকাপের জন্যে আছি,পরে কথা বলবো বলে ফোনের লাইন কেটে দেন।
রেজুলেশন ছারা বিদ্যালয়ের পুরাতন ঘর, গাছ ও মাটি বিক্রির অভিযোগের বিষয়ে মুঠোফোনে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কমকর্তা (এটিও) আবু সাঈদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্তা নেয়া হবে।