শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের কোনাবাড়ি নামকস্থানে দুপুর আড়াইটার দিকে তিনটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায় ও অন্তত ৫০ জন আহত হয়।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি আবু দাউদ জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফাইভ স্টার বাস কোনাবাড়ি পৌঁছালে দুটি বাসের সংঘর্ষ হয়।
পরে আরো একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ কবলিত বাসগুলোকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বাস যাত্রী ও স্থানীয়সূত্রে জানাযায়, ফাইভ স্টার বাসচালকের ভুলের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।