সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃঃ

সিরাজগঞ্জে র‌্যাব-১২ তল্লাশী অভিযানে ১৭৪ বোতল ফেন্সিডিল ও ১৩৫ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব ১২।

শুক্রবার র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান এর নেতৃত্বে একটি অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধুসেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে চীলাহাটি হইতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস এবং খুলনা হইতে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর জেলার জগন্নাথপুর থানার বিরামপুর গ্রামের শামসুদ্দিন মন্ডল এর ছেলে মোহাম্মদ আলী সাজু(৩৫) ও খুলনা জেলার সদর থানার শেখপাড়া গ্রামের মৃত শামসুর রহমান এর ছেলে মোঃ রেজাউল করিম রেজা (৪৮) কে ১৭৪ বোতল ফেন্সিডিল,ও ১৩৫ পিছ ইয়াবা, নগদ পাঁচ হাজার টাকা ও তিনটি মোবাইলসেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২ টি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com