শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোটেল শ্রমিক রাজ আলী (৩০)
নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল শনিবার রাজ আলী নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে সিরাজগঞ্জ রোড গোলচত্বরে পৌছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
নিহত রাজ সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাজ গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।
অপরদিকে, গত শুক্রবার দুপুরে উল্লাপাড়া কামারখন্দ আঞ্চলিক সড়কের বন্যা কান্দি মোড়ে শ্যালোইন্জিল চালিত ট্রলির চাপায় পৃষ্ট ১স্কুল ছাত্র নিহত হয়েছে।
পুলিশ জানায়, পঞ্চক্রুসি ইউনিয়নের চড়কালিগঞ্জ গ্রামের ফরহাদ আলী প্রাঃ ছেলে স্কুল ছাত্র ইমরান রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। উল্লাপাড়া উপ-পরিদর্শক এস আই রায়হান এ বিষয়টি নিশ্চিত করে।