শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত, আটক ৫

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

সিরাজগঞ্জের উলাপাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত ও ৫ জনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের দল পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায় এসময় মাদক ব্যবসায়ীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে পৌরসভাধীন কাওয়াক মহল্লার আব্দুর রশীদের ছেলে মোস্তফা কামাল (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানার (তদন্ত) ওসি গোলাম মোস্তফা ও উপপরিদর্শক মোশারফ হোসেন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায় নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় ১১ টি মামলা রয়েছে।

এ অভিযানে ঘটনাস্থলেই ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- উল্লাপাড়া পৌরসভাধীন ঘোষগাঁতী এলাকার সাধন চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫), বেলকুচির ক্ষুদ্র ঘুপরেহী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪), আব্দুস ছাত্তারের ছেলে শফিকুল ইসলাম (২০)

আটককৃতদের কাছ থেকে ১৭ বোতল ও ৪ বোতল পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল এবং ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা শীর্ষ মাদক ব্যবসায়ী তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com