সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পরিবেশ বান্ধব ইকো ক্রীট ইট কারখানার শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃঃ
উত্তরবঙ্গের প্রবেশ দ্বার ক্ষ্যত সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে পরিবেশ বান্ধব ইকো ক্রীট ইট কারখানার শুভ উদ্বোধন করেন।

শুক্রবার বিকেল ৩ টায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এ ইট কারখানা উদ্বোধন করা হয়।

পরিবেশ বান্ধব ইকো ক্রীট এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন-সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড মো: তাজুল হুদা, তিনি বলেন ইকো ক্রীট ব্যাবহারে বিল্ডিং এর ঝুঁকি কম হবে কারণ ইকো ক্রীটের মাঝখানে ফাঁকা থাকার কারণে ওয়েট কম হবে তাই বিল্ডিং এর ঝুঁকি কম হবে।

সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা শান্ত বলেন, আমাদের সকলের ইকো ক্রীট ব্যাবহার করা উচিৎ এটা পরিবেশের ক্ষতি করে না ইটের চেয়ে গুণগত মান ভালো এবং ইট ভাটার মালিকরা যদি আর পাঁচ বছর মাটি দিয়ে ইট বানাই তাহলে সাড়া বাংলাদেশকে একদিন খাদ্য ঘাটতিতে পরতে হবে।

ইট ভাটার মালিকরা সলংঙ্গায় এ বছরে প্রায় একহাজার বিঘার ও বেশি ফসলী জমি নষ্ট করেছে। মাটি দিয়ে ইট বানানোর কারণে,তিনি আরও বলেন সরকারের কাছে আমাদের দাবী অচিরেই ইট ভাটা বন্ধ করে সকলকে ইকো ক্রীট পদ্ধতি চালু করতে। এতে পরিবেশ ও ফসলী জমি দুই বাঁচবে।

হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বলেন ইকো ক্রীট পাথর বালি ও সিমেন্ট দিয়ে তৈরি তাই এটি ইটের চাইতে ভালো।

সমবায় পেট্রোল পাম্পের ম্যানেজার শামছুর রহমান বলেন পরিবেশ বান্ধব ইকো ক্রীট এর কোনো বিকল্প নেই। এবং অতিথি গন পরিবেশ বান্ধব ইকো ক্রীটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশংসনীয় উদ্বোগের প্রশংসা করে নব নির্মিত পরিবেশ বান্ধব ইকো ক্রীক সার্বিক উন্নতি কামনা করেন। আলোচনা শেষে ফিতা কেটে কারখানাটির শুভ উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com