শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মা ও ছেলেকে নিজ ঘরে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- আলতাফ হোসেন মুকুল (৫৫) এবং তার মা রিজিয়া খাতুন (৯৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন মুকুল (অব.) সেনা সদস্য ছিলেন রিটায়ার্ড এর পর তিনি তালগাছি বাজারে রট-সিমেন্ট এর ব্যবসা করতেন বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও স্থানীয়রা জানান, আলতাফ হোসেন মুকুলের ২ মেয়ে, ১ ছেলে, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন এর মধ্যে ২ মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছেলেকে ঢাকায় লেখাপড়া করে। গত ২ দিন আগে ছেলের কাছে তার স্ত্রী ঢাকায় চলে যায়। মুকুল হোসেন ও তার মা বাড়িতে অবস্থান করছিল। বুধবার রাতে মহেশপুর নিজ বাড়িতে অবস্থানকালে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের জবাই করে হত্যার পর পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়িতে গেলে তাদের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছে। পুলিশ ঘটনা উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।