মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ থেকে:: সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার শাহজাহান আলীর বাসার দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকেই পৌরসভার নালায় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে শ্রমিকরা অন্য এলাকার হওয়ায় এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com