শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১২। র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন খালকোলা বাজারে হারুন-অর-রশিদ এর মাছের ফিডের দোকানের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জের চরকোদালকাটি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আইয়ুব আলী (৩২) ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বোয়ালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আঃ হাকিম (৫০)কে ১২ গ্রাম হেরোইন, ০২ টি মোবাইলসেট, ০২ টি সিমকার্ড ও নগদ পাঁচশত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com