বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল খালেক।
থানা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মারুফ বিন হাবিব, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের চাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ইমন তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-থানা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি এসএম সরোয়ার মোরশেদ পলাশ, থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন, সলঙ্গা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহবায়ক খবির উদ্দিন বাদশা, ধুবিল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মজনু আলম, সাধারন সম্পাদক আজাদুর রহমান, হাটিকুমরুল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারন সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। কেক কাটা ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সলঙ্গা থানা জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।