বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য জুয়েল রানা গ্রেফতার

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::

সিরাজগঞ্জে জঙ্গী সংগঠনের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২।

বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গভীর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ- অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ধোপাকান্দি গ্রামস্থ হানিফ হোটেলের সামনে হইতে আসামী মোঃ জুয়েল রানা (২০), পিতা- মোঃ সিরাজউদ্দিন, সাং- দাড়ামুদা পশ্চিমপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা কে একটি জিহাদী বই, একটি তালেবানি বই ও সাতটি জিহাদী লিফলেটসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, সে একজন পলাতক আসামি শাহাজাদপুর থানায় ২১-১১-২০২০ এ তার বিরুদ্ধে মামলা হয় মামলা নং১৮ পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com